করিমপুর কেরামত কামাল বয়েজ হাই স্কুল

প্রাতিষ্ঠানিক নিয়মকানুন

শিক্ষার্থীদের প্রতি নির্দেশনা

  • প্রত্যেক শিক্ষার্থীকে নিয়মিত নির্ধারিত সময়সূচী মোতাবেক বিদ্যালয়ে উপস্থিত হতে হবে।
  • স্কুলের নির্ধারিত পোষাক পরিধান করে স্কুলে আসতে হবে।
  • প্রতিষ্ঠানের সকল ফার্নিচারসহ শ্রেণিকক্ষ পরিস্কার পরিচ্ছন্ন রাখা শিক্ষার্থীদের নৈতিক দায়িত্ব
  • বিদ্যালয়ে মোবাইল ফোন নিয়ে আসা সম্পূর্ণভাবে নিষিদ্ধ
  • কোন শিক্ষার্থী বিদ্যালয় ক্যাম্পসের মধ্যে কোন অনৈতিক ও বিশৃংখলা কোন কার্যক্রমে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
  •  সকল শিক্ষার্থীকে বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সাথে সৌজন্যমূলক আচরন ও সুসম্পর্ক বজায় রাখতে হবে।
  • পরীক্ষায় অসাদুপায় অবলম্বন সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ অসদুপায় অবলম্বন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গহণ করা হবে।

অভিবাবকদের প্রতি নির্দেশনা

শিশুর প্রথম বিদ্যালয় গৃহ পরিবেশে তার পূর্ণ নিরাপত্তাবোধ অন্তনিহিত গুণাবলী ও প্রতিভার পরিপূর্ণ বিকাশের সুযোগ থাকা আবশ্যক। বিদ্যালয়ের পরিবেশ এর সহিত আপনার সন্তানের যথাযথ সমন্বয়ের জন্য একজন বিচক্ষণ অভিভাবক হিসেবে আপনার যথেষ্ট দায়িত্ব ও কর্তব্য রয়েছে।

১. নির্ধারিত সময়সূচি  অনুযায়ী যথাসময়ে আপনার সন্তানকে নির্ধারিত, সঠিক এবং পরিচ্ছন্ন স্কুল ইউনিফর্মে স্কুলে পাঠাতে হবে।

২. বিদ্যালয়ের চাহিদা মোতাবেক ভর্তির সাথে সাথে নির্ধারিত ড্রেস তৈরি করে দিতে হবে।

৩. বইপত্র ও অন্যান্য উপকরণাদি (ব্যাগ, টিফিন বক্স, ফুটানো পানির ফ্লাক্স ও রুমাল) ছাত্র-ছাত্রীদের সাথে দিতে হবে।

৪. আপনার সন্তানের হাত পায়ের নখ কাটা, দাঁত পরিষ্কার করা, নাক-কানের যত্ন ও মাথার চুল খাটো করন ইত্যাদির প্রতি নজর রাখতে হবে।

৫. আপনার সন্তানের লেখাপড়া ও আর্থিক অগ্রগতির ব্যাপারে আপনাকে বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখতে হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট শ্রেণি শিক্ষকের মাধ্যমে আপনাকে পরামর্শ গ্রহণ করতে হবে।

৬. আপনার সন্তানের বিদ্যালয়ের নিয়ম-কানুন ও শৃঙ্খলার পরিপন্থী কোন অমার্জনীয় অপরাধের ক্ষেত্রে বিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

যোগাযোগের ঠিকানা

  • ঠিকানাঃ করিমপুর, নরসিংদী সদর, নরসিংদী।
  • ইমেইলঃ karimpur.kkbhs@gmail.com
  • মোবাইলঃ 0194456588, 015533653874

ম্যাপে আমাদের লোকেশন

ওয়েবসাইটটি ডিজাইন ও ডেভেলপ করেছেন